সংকট নিরসনে আলোচনার বিকল্প নেই: নাজমুল হুদা

প্রকাশঃ জানুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ২:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৯ অপরাহ্ণ

najmul_huda 1দেশে চলমান সংকট নিরসনে আলোচনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মানবাধিকার পার্টির (বিএমপি) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা ।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন বর্তমানে দেশে যে অবস্থা বিরাজ করছে তা থেকে জনগণকে মুক্তি দিতে দুই নেত্রীর আলোচনায় বসতেই হবে, আলোচনা ছাড়া দুই নেত্রীর রেহাই নেই।

নাজমুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের নিবন্ধনহীন ২৫টি রাজনৈতিক দল নিয়ে বাংলাদেশ ন্যাশনাল এলায়েন্স (বিএনএ) নামে নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে। এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আইনের সুশাসন ও সংবিধানের মূল অধিকার সমুন্নত রাখতে বিএনএ কাজ করবে বলে অঙ্গীকার জানিয়ে নাজমুল হুদা বলেন, ‘সুস্থ রাজনীতির মাধ্যমে দেশে সুশাসন নিশ্চিত করতে কাজ করবে বিএনএ। সাংঘর্ষিক ও সংঘাতপূর্ণ অপরাজনীতির অবসান ঘটানোই হবে এ জোটের লক্ষ্য।’

নতুন জোটে অন্তর্ভুক্ত ২৫টি দলের নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকা প্রসঙ্গে নাজমুল হুদা বলেন, ‘আমরা কমিশনের নিবন্ধন আইনের বিরোধী। এতে জনগণের মতামত নেয়া হয়নি। আইনটি সংবিধান বিরোধী।  এই আইনের কারণে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডে সীমাবদ্ধতা তৈরি হয়েছে।’

দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘সংকট নিরসনে আলোচনার বিকল্প নেই। আলোচনা ছাড়া রেহাই নেই দুই নেত্রীর।’

দুই নেত্রীর উদ্দেশে নাজমুল হুদা বলেন, ‘অবিলম্বে সংকট নিরসন করুন। নইলে দেশের সমস্ত ক্ষতির দায়ভার নিয়ে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

সংবাদ সম্মেলনে জোটভুক্ত দলের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও উপস্থিত ছিলেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G