সংকট নিরসনে ঐক্যমতের সরকার চাই

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ২:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

এমাজ উদ্দিন  বর্তমান সংকট সমাধানে জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠার আহব্বান   জানালেন, সুশীল সমাজের প্রতিনিধিরা। বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ‘চলমান জাতীয় সংকট: উত্তরণের পথ’ শীর্ষক এক আলোচনায় সবার পক্ষে এ প্রস্তাব উত্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমদ।

প্রস্তাবে তিনি বলেন, ঐকমত্যের সরকারের কাজ হবে প্রজাতন্ত্রের সব কর্মকাণ্ড যথাযথভাবে পরিচালনার লক্ষ্যে সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠান করা। সবার অংশগ্রহণমূলক একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনই জাতিকে বর্তমান মহাসংকট থেকে উত্তরণে সহায়তা করতে পারে। প্রস্তাবে উল্লেখ করা হয়, জাতীয় ঐকমত্যের সরকারের প্রধান দায়িত্ব হবে নির্বাচন কমিশন, প্রশাসন এবং বিচার বিভাগসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানের অর্থবহ সংস্কারের মাধ্যমে একটি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা।

সুশীল সমাজের ব্যানারে আয়োজিত আলোচনায় উপস্থিত ছিলেন- সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ফরহাদ মজহার, সাংবাদিক রুহুল আমীন গাজী, আব্দুল হাই সিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া প্রমুখ। বক্তারা তাদের প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য দেশের সব শ্রেণীর নাগরিক, সব পেশার মানুষ, শিক্ষার্থী ও অভিভাবক এবং রাজনৈতিক দলস এবং সব সামাজিক শক্তিকে এগিয়ে এসে বিদ্যমান জাতীয় সংকট মোকাবেলার জন্য আহ্বান জানান।

প্রতিক্ষণ/এডি/সুমন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G