সন্তু লারমার গাড়ি বহরে হামলা

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ৬:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

santu larmarrrপার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমার গাড়ি বহরে হামলা চালিয়েছে বান্দরবান জাগো পার্বত্যবাসী সংগঠনের নেতাকর্মীরা।

হরতাল চলাকালে আজ দুপুর ১ টার দিকে শহরের বালাঘাটা বাজার এলাকার বান্দরবান-রাঙ্গামাটি সড়কে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় পাহাড়ি-বাঙ্গালি সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক সেনা, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে সন্তু লারমার বান্দরবান আগমন ঠেকাতে আজ থেকে বান্দরবানে ৭২ ঘন্টার হরতালের ডাক দেয় জাগো পার্বত্যবাসী সংঘঠন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার সময় বান্দরবান জনসংহতি সমিতির (জেএসএস) সম্মেলনে যোগ দিতে রাঙ্গামাটি থেকে বান্দরবানে আসেন সন্তু লারমা। তার গাড়ি বহরটি বান্দরবান শহরের বালাঘাটা বাজার এলাকায় পৌঁছলে জাগো পার্বত্যবাসী সংগঠনের নেতাকর্মীরা গাড়ি বহরের উদ্দেশ্যে ইটপাটকেল ছুড়ে।

এ ঘটনাকে কেন্দ্র করে জাগো পার্বত্যবাসী সংগঠন ও জেএসএস’র নেতাকর্মীরা সংর্ঘষে জড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের ২৫ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় শহরের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক সেনা, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, ১০ মার্চ পাহাড়ে চাঁদাবাজি, গুম, হত্যা ও সন্তু লারমার আগমনের প্রতিবাদে আওয়ামী লীগ-বিএনপির নেতাদের সম্প্রতি গঠন করা জাগো পার্বত্যবাসী নামে একটি বাঙালি সংগঠন বান্দরবানে ১১, ১২ ও ১৩ মার্চ ৭২ ঘণ্টা হরতালের ডাক দেয়। বুধবার হরতাল চলাকালে সন্ত লারমার গাড়িবহরে হামলা করা হয়।

প্রতিক্ষণ/এডি/লিংকন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G