সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের প্রশংসা

প্রকাশঃ জুন ২০, ২০১৫ সময়ঃ ৩:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:

usaদেশীয় ও আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের নেয়া পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।

এসব পদক্ষেপের ফলে বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতা চালানো এবং ভূমি ব্যবহার করে আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাস চালানো কঠিন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের ‘কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম ২০১৪-’ এ কথা বলা হয়েছে।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়াশিংটন এ রিপোর্ট প্রকাশ করে।

রিপোর্টে বলা হয়েছে, ‘দেশীয় এবং আন্তঃদেশীয় সন্ত্রাসীগোষ্ঠীগুলো দমনে বাংলাদেশ সরকার তার রাজনৈতিক সদিচ্ছা এবং কঠিন প্রতিশ্রুতির প্রতিফলন ঘটিয়েছে। সরকারের নেয়া এসব শক্ত পদক্ষেপের ফলে ওই সব সন্ত্রাসীগোষ্ঠীগুলোর পক্ষে বাংলাদেশে সন্ত্রাস পরিচালন অথবা সেখানে ‘সন্ত্রাসের স্বর্গরাজ্য’ প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়েছে।’

এতে বলা হয়েছে, ‘সরকারের নিরাপত্তাবাহিনী সন্ত্রাসী গ্রুপ জামাত-উল মুজাহেদীন বাংলাদেশ, হরকাতুল জিহাদ, আনসারুল্লাহ বাংলাটিমের বেশকিছু সদস্যকেই গ্রেপ্তার করেছে।

মানিলন্ডারিং প্রতিরোধে বাংলাদেশ সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও উঠে এসেছে এই রিপোর্টে।

আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা প্রসঙ্গে রিপোর্টে বলা হয়েছে, বর্তমান সরকার সন্ত্রাস দমনে ভারতের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে গভীর আগ্রহ প্রদর্শন করেছে। এছাড়া আর্থিক অপরাধ ও সন্ত্রাসীদের অর্থ সরবরাহসহ ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষেত্রে তথ্য প্রমাণ বিনিময়ে কয়েকটি দেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে।

প্রতিবেদন অনুসারে ইরাক, নাইজেরিয়া ও আফগানিস্তানে ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ২০১৪ সালে সন্ত্রাসী হামলার সংখ্যা ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর হতাহতের সংখ্যা বেড়েছে ২০১৩ সালের চেয়ে ৮১ শতাংশ।

২০১৪ সালে ২০টি সন্ত্রাসী হামলার প্রত্যেকটিতে শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে।আর ২০১৩ সালে এ ধরনের মাত্র ২টি হামলার ঘটনা ঘটেছিল। তবে বাংলাদেশে ২০১৪ সালে বড় কোনো সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G