সন্ত্রাসী তৎপরতায় উন্নয়ন বাধাগ্রস্ত
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
বর্তমানে দেশে সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতায় প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে আনোয়ার সিমেন্ট শিট লিমিটেডের লোগো উন্মোচন ও আনুষ্ঠানিক বিপণন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু ২০ দলীয় জোটের সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতায় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এগুলো যারা করছেন, তারাই ক্ষতিগ্রস্ত হবেন।’
শনিবার বিজিএমইএ-এর অনশন কর্মসূচিতে ককটেল বিষ্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গত ৩৮ দিনের হরতাল-অবরোধে হওয়া আর্থিক ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব নয়। এ ক্ষতি ইতিহাসের কালো অধ্যায়ে লেখা থাকবে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘১৬ কোটি মানুষের জন্যেও খাদ্যে ঘাটতি নেই। দেশের চাহিদা মিটিয়ে চাল রপ্তানি করা হচ্ছে। বছরে ৩৩ বিলিয়ন ডলার পণ্য রপ্তানি করে বাংলাদেশ। মানবসম্পদ রপ্তানিতে বছরে ১৫ বিলিয়ন ডলার আয় হচ্ছে। বর্তমানে দুই কোটি টন সিমেন্ট উৎপাদন হচ্ছে।’
আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা, আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন, পরিচালক হোসেন মেহমুদ, পরিচালক ও ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ প্রমুখ।
প্রতিক্ষণ /এডি/মিরা