সন্ধান মিললো বঙ্গবন্ধুর দুটি নোটবুকের

প্রকাশঃ আগস্ট ২, ২০১৫ সময়ঃ ১০:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Muzibবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আরো দুটি নোটবুকের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’র জাপানি ভাষার অনুবাদক কাজুহিরো ওতানাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ কথা জানান তিনি। রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী জানান, জেলে বসে লেখা বঙ্গবন্ধুর আরো দুটি খাতা (নোট) উদ্ধার করা গেছে। ৬ দফা দাবিতে আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু যখন কারাবন্দি হন, তখনকার সময়ে এগুলো লেখা।

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বাংলা ভাষা থেকে জাপানি ভাষায় সফলতার সঙ্গে অনুবাদ করার জন্য কাজুহিরো ওতানাবেকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী তার নিজের লেখা কয়েকটি বই কাজুহিরো ওতানাবে দেবেন বলেও জানান। এ সময় প্রধানমন্ত্রীকে ওতানাবে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী থেকে জাপানিরা বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রাম সম্পর্কে জানতে পারবে।

তিনি তার অনুদিত একটি বই প্রধানমন্ত্রীকে উপহার দেন এবং বইয়ের আরেকটি কপি শেখ রেহানার জন্য উপহার দেন।

প্রতিক্ষণ / এডি / সজল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G