সন্ধান মেলেনি সালাহ উদ্দিনের

প্রকাশঃ মার্চ ২০, ২০১৫ সময়ঃ ৯:৩৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪০ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

salaud20nগাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের খাটিয়ামারির দুর্গম চরাঞ্চলে বিএনপির `নিখোঁজ` যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

চার ঘণ্টা ধরে দুর্গম চরাঞ্চলের বেশ কয়েকটি চরে ব্যাপক তল্লাশি চালিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানান ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

তিন জানান, বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত তল্লাশি চালানো হয়। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে `নিখোঁজ` বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে গাইবান্ধার ফুলছড়ির দুর্গম চর এলাকায় দেখা গেছে, এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর নির্দেশ দিয়েছিল পুলিশ সদর দফতর।

জেলার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারির চর নামক একটি দুর্গম স্থানে এ অভিযান শুরু করে গাইবান্ধা জেলা পুলিশ।

জানা গেছে, সালাহ উদ্দিনের মত দেখতে একজনকে ঐ এলাকায় দেখা গেছে মোবাইল ফোনে এমন একটি তথ্য পেয়ে গাইবান্ধা জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই এলাকায় ‍অভিযান যায়।

অ্যাডিশনাল এসপি মোশাররফ হোসেনে জানান, সালাহ উদ্দিনের মত একজন ব্যক্তি এই এলাকায় অসুস্থ অবস্থায় আছেন মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে এমন একটি তথ্য পেয়ে সন্ধ্যার পর এই এলাকায় অভিযান শুরু করেন তারা। তবে ওই সন্ধানদাতার ফোনটি এরপর থেকে বন্ধ পায় পুলিশ। তারপরও সন্ধান চালিয়ে যান তারা।

এদিকে এমন খবর পেয়ে গাইবান্ধার পুলিশ সুপার সিভিল সার্জনকে ওই এলাকায় অ্যাম্বুলেন্স পাঠানোর নির্দেশ দেন। এর কিছু সময় পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি অ্যাম্বুলেন্স ওই এলাকায় আসে। পরে সালাহ উদ্দিনকে না পেয়ে অ্যাম্বুলেন্সটি ফিরে যায়।

উল্লেখ্য, গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে সালাহ উদ্দিন আহমেদকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবারের অভিযোগ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের পক্ষ থেকে সেই অভিযোগ নাকচ করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/হামিদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G