সন্ধ্যার নাস্তায় হাঁসের গ্রিল

প্রকাশঃ আগস্ট ১৫, ২০১৫ সময়ঃ ৫:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫২ অপরাহ্ণ

ফারজানা ওয়াহিদ

has

সন্ধ্যার নাস্তায় আমরা প্রায় প্রতিদিনই নতুন কিছু করার চেষ্টা করি। মুরগী, গরু, খাসীর মাংস দিয়ে চাপ, কাবাব, গ্রিল প্রায় সময় খেয়ে থাকি। তাই একটু অন্য রকম স্বাদ নিতে আজ থাকছে আপনাদের জন্য হাঁসের গ্রিল।

উপকরনঃ

একটা হাঁস

হাফ কাপ পেঁয়াজ বাটা
২ চামচ আদা বাটা
২ চামচ রসুন বাটা
ঝাল বুঝে লাল গুড়া মরিচ
১ চামচ হলুদ
গরম মশলা  বাটা(৪/৫টা এলাচি, কয়েক টুকরা দারুচিনি, জয়ত্রী, সামান্য জয়ফল)
১ চামচ জিরা
১ চামচ টমেটো সস
২ চামচ ভিনেগার
১ চা চামচ চিনি
১ চামচ কাবাব মশলা(বাজারে প্যাকেটে পাওয়া যায়)
পরিমাণ মত লবণ
পরিমাণ মত তেল

has1প্রস্তুত প্রণালীঃ

হাঁস পরিষ্কার করে নিন।  তারপর উপরে উল্লেখিত সব মশলা পাতি দিয়ে (তেল সহ) ভাল করে হাসটি মেখে নিন।  লবণ দিতে ভুলবেন না। হাঁসের ভিতরে বাইরে যেন ভাল করে মশলা লেগে যায়।  এভাবে প্রায় ঘণ্টা খানেক রেখে দিতে পারেন।  ম্যারিনেটেড।  এতে মশলা মাংসে ভাল করে লেগে যাবে।  চাইলে কয়েকটা কাঁচা মরিচ দিতে পারেন। এবার একটা ফ্রাই প্যানে সামান্য তেল নিয়ে ভাল করে গরম করে হাঁসটিকে হালকা ভেজে নিন।  এটা এজন্য যে, এতে হাঁসের মাংস নরম হয়ে যাবে, প্লাস স্বাদ বেড়ে যাবে। বেশি নয়, এপাশ ওপাশ করে হালকা ভাজি। এবার হাঁসটিকে ইলেকট্রিক ওভেনের ট্রেতে তুলে দিন।  বেছে যাওয়া মশলা গুলো ফ্রাই প্যানের তেলে দিন এবং সামান্য কষিয়ে হাঁসের উপর বিছিয়ে দিন।  এবার ওভেনে ২০০ ডিগ্রী সেন্টিগ্রটে ওভেনের মাঝামাঝি আধা ঘণ্টার জন্য দিন।  মাঝে মাঝে দেখতে ভুলবেন না।কেমন পোড়া পোড়া কাবাব বানাবেন এটা আপনার উপর নির্ভর করছে।  মিনিট বিশেকে না হলে আরো কিছু ক্ষণ রাখতে পারেন।  বার দুয়েক খুলে তেল মশলা কাবাবের উপর দিয়ে দিন। মাংস নরম হল কি না তা দেখে নিন।  ছুরি চামচ দিয়ে দেখতে পারেন।  ভিতরে না বাইরে আরো আগুনের আঁচ লাগবে তা দেখে নিতে পারেন।  যদি ভিতরে আগুনের আঁচের দরকার হয় তবে ট্রে নামিয়ে দিন।  আর উপরে লাগলে ট্রে উপরে উঠিয়ে দিন।  এতে সঠিক মাত্রায় কাবাবের চারপাশ নরম হয়ে যাবে। হাঁসের মাংস একটু শক্ত বলে নিজেই দেখে নিবেন।  ব্যস, হয়ে গেল হাঁসের মাংসের গ্রিল কাবাব।

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G