সবাইকে এক হতে হবেঃ নাজিব রাজাক

প্রকাশঃ সেপ্টেম্বর ১, ২০১৫ সময়ঃ ৮:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

najib rajakএকতার ডাক দিলেন নাজিব রাজাক। ‘সবাই এক না হলে কষ্টে গড়া মালয়েশিয়া ধ্বংস হয়ে যাবে’, স্বাধীনতা দিবসে এক ভাষণে তিনি এ কথা বলেন। মালয়েশিয়ার জাতীয় দিবসে সমগ্র জাতিকে এক হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

শনি ও রোববার টানা দু’দিন নাজিবের পদত্যাগের দাবিতে হাজার হাজার জনগণ বিক্ষোভ প্রদর্শন করেছে। কিন্তু নাজিব রাজাক তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন।

৭০ কোটি মার্কিন ডলার আত্মসাৎ করেননি বলে দাবি করেন তিনি। পদত্যাগ করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

তিনি বলেন, আমরা যা নির্মাণ করেছি তার মধ্যে হেঁটে যাবে, চুরি করবে, কিংবা ধ্বংস করবে ভেতরের বা বাইরের কাউকেই এটা করতে দেব না। আমরা যদি এক না হই, যদি সংহতি হারাই, বন্ধন বিনষ্ট করি, সব সমস্যার সমাধান হবে না। এবং আমরা অনেক কষ্টে যা গড়ে তুলেছি, তার সব ধ্বংস হয়ে যাবে।’

আন্দোলনকারীদের দাবি, শনি ও রোববারের বিক্ষোভে তিন লাখ জনগণ অংশ নিয়েছিল। কিন্তু পুলিশ বলছে সংখ্যাটা মাত্র ২৫ হাজার। এই আন্দোলনে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদও। তিনি নাজিবকে ‘দূষিত নেতা’ বলে অভিহিত করেন। রোববার রাতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শেষ হয়।

পৃথিবীর মানচিত্রে নিজস্ব ভূখণ্ড নিয়ে মালয় জাতির আত্মপ্রকাশ ঘটে আজকের এ দিনে। ১৯৫৭ সালের ৩১ আগস্ট ব্রিটিশদের কাছ থেকে রক্তপাতহীন প্রক্রিয়ায় স্বাধীনতা অর্জন করে দেশটি। এদিকে প্রধানমন্ত্রীর পদত্যাগসহ স্বচ্ছ নির্বাচন, দুর্নীতিমুক্ত সরকার, অর্থনৈতিক সুরক্ষা ও প্রতিবাদের অধিকার আদায়ের দাবিতে গত শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে আন্দোলনে নেমেছে দেশটির পাঁচটি রাজনৈতিক দল।

আন্দোলনকারীদের হাতের ব্যানারগুলোতে ক্ষমতাসীন দল বিরোধী কোনো প্ল্যাকার্ড না থাকলেও প্রধানমন্ত্রী নাজিব ও তার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড দেখা যায়। এসব ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ডে লেখা- `নাজিব কিছু টাকা দাও, বিয়ে করবো`। নাজিব কিছু টাকা দাও, ইউনিভার্সিটিতে ভর্তি হবো`।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওঠা ২ দশমিক ৬ বিলিয়ন রিংগিতের দুর্নীতির অর্থে কতো বস্তা চাল পাওয়া যাবে, কতো কাপ কফি কিনতে পারবে, কতো প্যাকেট কেএফসি কেনা যাবে, ইমপিচ পিএম, নাজিবকে গ্রেফতার করো` লেখা স্লোগান দেখা যায়।

প্রথম দিনের কর্মসূচিতে লোকসমাগম কয়েক হাজারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও দ্বিতীয় দিন (রোববার) দুপুরের পর থেকে দাতারান মারদেকা ও তার আশপাশের হলুদ টি-শার্টধারী নেতাকর্মীদের পদভারে মুখরিত হয়ে ওঠে। আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে, ৩০ হাজারেরও বেশি লোক যোগ দিয়েছেন।

আন্দোলনে সস্ত্রীক যোগ দিয়েছেন নাজিব রাজাকের দলের প্রবীণ রাজনীতিক ও সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।

 

 

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G