সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির চিঠি

প্রকাশঃ মে ২২, ২০১৭ সময়ঃ ৩:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৫ অপরাহ্ণ

দলের চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে মহানগর পুলিশ কমিশনার ও গণপূর্ত অধিদপ্তরের কাছে চিঠি দিয়েছে বিএনপি।

আজ সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “আগামী ২৪ মে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে মহানগর পুলিশ কমিশনার ও গণপূর্ত অধিদপ্তরের কাছে চিঠি দেওয়া হয়েছে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে এই জনসভা আমরা করতে চাই।”

প্রসঙ্গত, শনিবার গুলশান দুই এর ৮৬ নম্বর সড়কের ছয় নম্বর বাড়িতে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত চলে এই অভিযান। 

এই তল্লাশিকে বেআইনি অভিযোগ করে প্রতিবাদে রোববার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ করেছে বিএনপি।

রোববার গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে এ সমাবেশ করার সিদ্ধান্ত হয়।

এর আগে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করতে চাইলেও পুলিশ অনুমতি দেয়নি।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G