সম্পর্ক উন্নয়নে ইইউ-ব্রিটেন বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক :
ব্রিটেনের সাথে ইইউভুক্ত দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন, অবাধ যাতায়াতসহ আরো কয়েকটি নীতি সংস্কারের লক্ষ্যে বৈঠক করেছেন ইইউ প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ ইয়োঙ্কার ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেবিট ক্যামেরুন।
জানা গেছে, এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সংস্কার এবং ইইউ এর সঙ্গে ব্রিটেনের সম্পর্কের বিষয়টি পূণর্মূল্যায়ণের জন্য এ বৈঠক করেছেন তারা।
ডেবিট ক্যামেরন বৈঠকে জানিয়েছেন যে, ইইউ এর সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে ব্রিটিশ জনগণ খুশী নয়। তাই নির্বাচনী ইসতেহার অনুযায়ী ইইউ এর সাথে ব্রিটেনের সম্পর্ক আরো জোরদার করতে চাই।এতে ইইউভুক্ত দেশগুলোর জনগণের সাথে ব্রিটেনের মানুষের সম্পর্ক ও সুযোগ-সুবিধা বাড়বে বলে আমরা মনে করি।
ইয়োঙ্কার জানিয়েছেন, আমরা ব্রিটেনের জন্য একটি ন্যায্য সমাধান খুঁজে বের করবো এবং এ ব্যপারে আমি সাহায্য করতে আগ্রহী। আশা করি এ বৈঠকের মধ্য দিয়ে এর একটি সুন্দর পথ বের হয়ে আসবে।
ব্রিটেন মূলত ইইউভুক্ত দেশগুলোর মধ্যে অবাধ যাতায়াত স্বাধীনতা এবং আরো কয়েকটি নীতির ব্যাপারে সংস্কার দাবী করে আসছে।
বিপুল ভোটে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসা ক্যামেরনের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে, ব্রিটেন ইইউ-এর সাথে থাকবে কি না তা নিয়ে ২০১৭ সালের মধ্যে তিনি একটি গণভোটের আয়োজন করবেন।
প্রতিক্ষণ/এডি/নুর