‘সময় এসেছে ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করার’
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বিভিন্ন সময়ে অনেক অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হয়েছে। এগুলো বেড়ে এক লাখ ছাড়িয়েছে। এখন সময় এসেছে, ভুয়াদের শনাক্ত করার।
মন্ত্রী আরও বলেন, ‘কারণ যারা মুক্তিযোদ্ধ নয়, তাদের মুক্তিযোদ্ধা করা যাবে না। সেই যাচাই-বাছাই এখন থেকে শুরু হয়েছে। আমরা চেষ্টা করব, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, তাদেরই ডিজিটাল সনদপত্র দেওয়ার। এতে করে আর ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি হতে পারবে না।’
আজ শনিবার মাদারীপুর জেলা শহরের নতুন শহরে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন সমাজকল্যাণ সংস্থা এবং আলোড়ন-৯২ ব্যাচের উদ্যোগে দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে নৌমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় শাজাহান খান বিএনপি-জামায়াতের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তাদের সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। মন্ত্রী দেড় হাজার অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
সভায় সভাপতিত্ব করেন কাজী আনোয়ার হোসেন সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক কাজী আশিকুর হোসেন অপু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক কালাম উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার প্রমুখ।
পরে মন্ত্রী আলহাজ আমিন উদ্দিন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি হিসেবে বক্তব্য দেন।
প্রতিক্ষণ/এডি/শাআ