সরকার ঝামেলায় ফেলে কাউন্সিলের অনুমতি দিতে চায়

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৬ সময়ঃ ৪:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৬ অপরাহ্ণ

আবুল বাশার

index

সরকার ঝামেলায় ফেলে কাউন্সিলের অনুমতি দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শেরেবাংলা নগরস্থ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে তাঁতী দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুস্পার্ঘ অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

আল নোমন বলেন,‘বিএনপি আসন্ন কাউন্সিলে তিনটি স্থানের কথা উল্লেখ করে অনুমতি চেয়েছিল। কিন্তু সরকার কোনটারই অনুমতি দেয়নি। আমার বিশ্বাস,
বিএনপিকে কাউন্সিল করতে দেবে। স্থানের অনুমতিও দেবে। তবে তারা চায় কীভাবে আমরা অসুবিধায় পড়ি। এজন্য তারা চায়, সময় ক্ষেপণ করে আমাদের ঝামেলায় ফেলে কাউন্সিলের অনুমতি দিতে’।

তিনি আরো বলেন, বিএনপির কাউন্সিল নিয়ে জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে। আর এই নেতৃত্ব গণতন্ত্র উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করবে। বিএনপির এই নেতা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁতী দল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ৫০টি এলাকায় তাঁত শিল্পও গঠন করেছিলেন। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি হয় এবং এতে জাতির উন্নয়নে ভূমিকা রেখেছিল।

এতে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, তাঁতী দলের সভাপতি আলহাজ্ব হুমায়ুন ইসলাম খান এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিক্ষণ/এডি/ফর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G