সরকারকে তিন মাসের সময় ‍দিলেন বি চৌধুরী

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ১:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

1423747868মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান আন্দোলনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানে সরকারকে তিন মাসের সময় বেঁধে দিলেন বিকল্পধারার সভাপতিপতি এ কিউ এম অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী।

দুপুরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের এক প্রতীকী অনশনে তিনি এই সময় বেঁধে দেন।

সরকারকে উদ্দেশ্য করে বি. চৌধুরী বলেন, ‘সহিংসতা বন্ধে আগামী ৩ মাসের মধ্যে নতুন নির্বাচন দিতে হবে। নইলে বিদেশিদের চাপে সংলাপে বসতে বাধ্য হবেন।’

তিনি বলেন, ‘দশম নির্বাচন দেশে ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পায়নি। সরকারের উচিত ছিল তিন মাসের মধ্যে আরেকটি নতুন নির্বাচন দেয়া। কিন্ত তারা এক বছর ধরে ক্ষমতায় রয়েছে। যা হবার হয়ে গেছে। এখন সহিংসতা বন্ধে আগামী তিন মাসের মধ্যে নতুন নির্বাচন দিতে হবে।’

সাবেক এই রাষ্ট্রপতি প্রশ্ন রেখে বলেন, ‘প্রধানমন্ত্রী বিডিআর হত্যাকারীদের সঙ্গে কথা বলেছেন। চট্টগ্রামের বিদ্রোহী নেতার সঙ্গে কথা বলেছেন। সমস্যার সমাধান করেছেন। তা হলে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তিনি কথা বলবেন না কেন?’

প্রধানমন্ত্রীকে ঈঙ্গিত করে তিনি বলেন, ‘এখন জনগণের দাবি মেনে না নিলে এক সময় বিদেশিদের চাপেই আপনাকে সংলাপে বসতে। তখন দেশের মর্যাদা বাড়বে না। আর আপনার জন্য সেটা হবে লজ্জার।’

সাবেক এই রাষ্ট্রপতি আরো বলেন, ‘ দেশে এখনো এমন কোনো যুদ্ধাবস্থার সৃষ্টি হয়নি যে, একজন নেত্রীর কার্যালয়ে খাবার সরবরাহ বন্ধ করে দিতে হবে।’

প্রসঙ্গত: টানা তিনদিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে খাবার প্রবেশে বাঁধা দিচ্ছে পুলিশ। পুলিশ বলছে উপরের নির্দেশে তারা এটা করছে।

বেলা ১১টা থেকে শুরু হওয়া প্রতীকী অনশন চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

প্রতিক্ষণ/এডি/রিফাত

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G