সরকারের নিষ্ঠুর আচরণে স্তম্ভিত খালেদা

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ৬:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ,প্রতিক্ষণ ডটকম

khaledaগুলশান কার্যালয়ের বিদ্যুৎ-ইন্টারনেট-ডিশ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিক্রিয়ার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘এর প্রতিক্রিয়া জানানোর ভাষা আমার জানা নেই। ‘সরকারের এ নিষ্ঠুর আচরণে আমি স্তম্ভিত।’

গুলশান কার্যালয়ের সামনে শনিবার সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার বরাত দিয়ে তার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সাংবাদিকদের এ কথা জানান।

মারুফ কামাল বলেন, ‘গতকাল রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়ার পর বেগম জিয়া কিশোরী দু্ই নাতনিকে নিয়ে বিনিদ্র রাত কাটিয়েছেন। তিনি আমাদের বলেছেন, এটা সরকারের নিকৃষ্ট ধরনের নিষ্ঠুর আচরণ। এর প্রতিক্রিয়া জানানোর কোনো ভাষা আমার কাছে নেই। আমি স্তম্ভিত।’

তিনি বলেন, ‘বিদ্যুৎ বিচ্ছিন্নসহ সব ইউটিলিটি সেবা বন্ধ করে দেয়া একটা নজিরবিহীন ব্যাপার ও শিষ্ঠাচার বর্হিভুত আচরণ। কোনো সভ্য সরকার এ রকম আচরণ করতে পারে না। সভ্য জগতে এটা কল্পনাতীত।’

বিনা নোটিশের নাগরিক সেবা বন্ধ করে দেয়াকে আইনপরিপন্থি অভিহিত করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘এটা মানবাধিকার ও নাগরিক অধিকারের সম্পূর্ণ লঙ্ঘন।’

গত বছরের ৫ জানুয়ারি নির্বাচনের আগে গুলশানের নিজের বাসায় বালুর ট্রাক রেখে অবরুদ্ধ করে রাখার ঘটনার কথা উল্লেখ করে বেগম জিয়া বলেছেন, ‘২০১৩ সালের ২৯ ডিসেম্বরের আগে আমার বাসাকে ঘিরে যা ঘটানো হয়েছিল, এবার আমার কার্যালয়কে ঘিরে তার চেয়েও নিকৃষ্ট দৃষ্টান্ত সরকার স্থাপন করেছে।’

শুক্রবার গভীর রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ঢাকা বিদ্যুৎ সরবারহ কর্তৃপক্ষ-ডেসকো। সকালে টেলিভিশনের ডিস সংযোগ ও ইন্টারনেটের ব্রডম্যান সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। বর্তমানে নিজস্ব জেনারেটরে বিরতি দিয়ে কার্যালয়ের ভেতর বিদ্যুৎ সরবারহ করা হচ্ছে।

প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, ‘বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে কার্যালয়ের ভেতরে মোবাইল সংযোগ প্রায় নেই বললেই চলে। ভেতরের সঙ্গে বাইরের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এমনকি ফ্যাক্সও কাজ করছে না।’

গত ৩ জানুয়ারি থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের এই কার্যালয়ে অবস্থান করছেন। কার্যালয়ে আরো আছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আলম ডিউ, নিরাপত্তা সমন্বয়কারী অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল মজিদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

প্রতিক্ষণ /এডি /নাহার

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G