সরু হয়ে যাচ্ছে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক
দিনাজপুর প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:
সরু হয়ে যাচ্ছে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি। এতে করে যানযট ও সড়ক দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।
কয়েকটি জেলার যানবহন চলাচলের এই সড়কটি মেরামতের জন্য কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে গত ১মাস থেকে।
কিন্তু কার্পেটিংয়ে দেখা যাচ্ছে ঠিকাদারী কর্তৃপক্ষ রাস্তাটির দু’দিকে ২ফিট থেকে ৩ফিট পর্যন্ত বাদ দিয়ে কার্পেটিংয়ের কাজ করায় রাস্তাটি পুর্বের তুলনায় ৪ থেকে ৫ফিট সরু হয়ে গেছে। এতে করে এই রাস্তায় বর্তমানের তুলনায় সড়ক দুর্ঘটনা আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।
দিনাজপুর হতে গোবিন্দগঞ্জ পর্যন্ত ১৩০ কিলোমিটার এই রাস্তাটি দিনাজপুর জেলার দক্ষিন-পূর্ব এলাকা ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট উপজেলা হয়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা শহরে গিয়ে রংপুর-ঢাকা মহাসড়কে সংযুক্ত হয়েছে।
ফলে এই সড়কটি আঞ্চলিক মহাসড়ক হলেও এই সড়ক দিয়ে পঞ্চগড়, ঠাকুরগাও, দিনাজপুর জেলা হতে দুর পাল্লার যানবহন রাজধানী শহর ঢাকা ও বিভাগীয় শহর চট্ট্রগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট ও বগুড়া শহরে যাতায়াত করে থাকে, যার কারনে এই আঞ্চলিক মহাসড়কটি সর্বদায় যানবহনে পরিপুর্ন থাকে।
এ কারণে সড়কটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এই অবস্থার পরেও বর্তমানে রাস্তাটিতে কার্পেটিংয়ের কাজে রাস্তাটির দু’দিকে ২ফিট থেকে ৩ ফিট পর্যন্ত বাদ দিয়ে কার্পেটিং করায় রাস্তাটি পুর্বের তুলনায় ৪ থেকে ৫ ফিট সরু হয়ে যাওয়ায় এই রাস্তায় সড়ক দুর্ঘটনা আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন এই রাস্তা দিয়ে চলাচলকারী স্থানীয় বাসীন্দারা।
এই বিষয়ে দিনাজপুর সড়ক ও জনপদ এর নির্বাহী প্রকৌশলীর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, রাস্তাটি আঞ্চলিক মহাসড়ক। তবে নিয়ম মেনে মহাসড়কের কাজ হচ্ছে বলে দাবী করেন তিনি।
ফুলবাড়ী পৌর মেয়র মুরতুজা সরকার মানিক বলেন, বর্তমানে প্রতিটি রাস্তা সম্প্রসারিত হলেও এটি কেন সঙ্কুচিত করা হচ্ছে তা আমার বোধগম্য নয়।
একই অভিযোগ করেছেন ফুলকাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি।
ফুলবাড়ী রিক্সাচালক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফকির আলী বলেন, রাস্তাটি শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়ায় এই রাস্তা দিয়ে শুধু দূর পাল্লার যানবহনই চলে না, একই সাথে রিক্সা-ভ্যান পথচারী ও স্কুল কলেজের হাজার হাজার শিক্ষার্থী চলাচল করে থাকে। এই রাস্তাটি সরু হওয়ায় চলাচল করার অনুপুযোগী হয়ে যাচ্ছে। এই রাস্তায় চলাচলকারী যানবহনের মালিক, শ্রমিকসহ স্থানীয় বাসীন্দারা রাস্তাটিকে সম্প্রসারন করার জোর দাবী জানিয়েছেন।
হারুন-উর-রশীদ/প্রতিক্ষণ/এডি/রায়হান