সর্বাত্মক হরতাল পালনে দেশবাসীকে খালেদার আহবান
চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার সর্বাত্বক হরতাল পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন গুলশানের নিজ কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি ডা: নুর জাহান মাহবুব অবরুদ্ধ খালেদা জিয়া সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
নুর জাহান বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং ভোটাধিকার ফিরিয়ে আনার দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ্য আছেন।
এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে মহিলা দলের ডা. নূরজাহান মাহবুব জানান নেতৃত্বে সদস্যর একটি প্রতিনিধি দল অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য শুকনো খাবার নিয়ে আসেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, মনি বেগম, শামসুনাহার, সাজেদা আলী হেলেন, শিরিন জাহান, রোকেয়া সুলতানা।
এরপর দুপুর ১ট ১৫ মিনিটে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেগম মেহেরুন নেছা হক, সুরাইয়া বেগম , আসমা আফরিন, হোসনেয়ারা চৌধুরৗ, মরিয়ম বেগম সীমা বিএনপির কার্যালয়ে প্রবেশ করেন।
দশম সংসদ নির্বাচনের বছরপূর্তির দিন ৫ জানুয়ারি বিএনপি ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালনের ঠিক দুদিন আগে শনিবার রাতে নিজের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ বেষ্টনীতে ‘অবরুদ্ধ’ হয়ে পড়েন খালেদা জিয়া। ৫ জানুযারি বিকেলে ‘গণতন্ত্র হত্যা’ দিবসে জনসভা ও কালো পতাকা মিছিলে অংশ নিতে পুলিশের বাধার মুখে বের হতে পারেননি। পরে সেখান থেকেই পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচির ডাক দেন তিনি।
এদিকে গতকাল মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের উপর হামলার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পক্ষ থেকে আগামীকাল সারাদেশব্যাপী প্রথমে ২৪ ঘণ্টা হরতাল আহ্বান করলেও তা পরে ১২ ঘণ্টা করা হয়েছে।
প্রতিক্ষন/মাএডি/বাধন