হাঁটলেই চলবে সাইকেল

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৭ সময়ঃ ৮:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

01এবার সাইকেল চালানো এবং হাঁটা করা যাবে একসঙ্গে। ওয়াকিং বাইক নামের এই সাইকেলটি বাজারে নিয়ে এসেছে ‘লোপিফিট’ নামের একটি প্রতিষ্ঠান।

সাইকেলটি মূলত ই-বাইক। এতে রয়েছে ছোট্ট আকারের ট্রেডমিল। এই ট্রেডমিলে আরোহী হাঁটতে শুরু করলেই চলতে শুরু করবে সাইকেল। হাঁটার গতি যেমন হবে সাইকেলের 04গতিও তেমন হবে। অথাৎ কেউ যদি সাইকেলের গতি বাড়াতে চান তবে তাকে জোর কদমে হাঁটতে হবে।

ওয়াকিং সাইকেলের ট্রেড মিলের নিচে রয়েছে সেন্সর। ট্রেড মিলের ওপরে দাঁড়িয়ে সামনের দিকে হাঁটা শুরু করা মাত্রই সাইকেলটির ইলেকট্রিক ডিভাইসে সিগন্যাল পৌঁছে যাবে। ফলে চালু হয়ে যাবে মোটর। এই মোটর আপনার হাঁটার গতি বজায় রাখবে।

আপনি যদি দাঁড়িয়ে থাকেন তখনও চলতে থাকবে সাইকেলটি। এজন্য আছে ফ্রি হুইল ফাংশন। অন্যদিকে এটাকে থামাতে হলে ব্রেক কষতে হবে।

স্টিল ফ্রেমের এই সাইকেলটি আরোহীর উচ্চতা অনুযায়ী সাইকেলটির হাতল ছোট বড় করা যায়। হাতলে রয়েছে ছোট আকারের ডিসপ্লে। যেখানে বাইকের গতি, ব্যাটারির চার্জের পরিমান জানা যাবে।

লোপিফিটের এই সাইকেলটি পাঁচটি ভিন্ন ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে। এই ওয়াকিং বাইকের মূল্য ১৮৯৯ ডলার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১ লাখ ৪৮ হাজার ৩৮ টাকা।

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G