সাকিবের ৫ উইকেট ৪ বার

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ৪, ২০২২ সময়ঃ ৬:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৩ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

২২২ ওডিআই খেলা হয়ে গেল আজ মিরপুরের উইকেটে। ২২২ ওডিআই ম্যাচের লম্বা ইতিহাসে নামের পাশে উইকেটের পালক জমা করেছে ২৯০টি। তিনি সাকিব আল হাসান।

আজ ৩ ম্যাচের ওডিআই সিরিজের প্রথমটিতে সাকিব ভারতকে ১৮৬ রানে অলআউট করতে গিয়ে ৫ উইকেট পকেটে কররেন। যা সাকিবের ক্যারিয়ারে ওডিআই ম্যাচে ৪র্থ ঘটনা।

সাকিবের ইকোনোমি ওভার রেট হচ্ছে ৪.৪৩ আর ২২২ ম্যাচে ৪ উইকেট শিকার করেছেন ৯ বার।  ২০০৬ সালে ওডিআই অভিষেক হরেও সাকিব প্রথম বার ৫ উইকেট শিকার করেন ২০১৫ সালে এই মিরপুরেই জিম্বাবুয়ের বিপক্ষে। চার বছর পর ২০১৯ সালে আফগানদের বিপক্ষে দ্বিতীয় বার, ২০২১ সালের জুলাইতে হারারে-তে জিম্বাবুয়ে বিপক্ষে তৃতীয় আবার।  ২০২২ সালে ভারতের বিপক্ষে ৪র্থ বার ৫ উইকেট শিকারী বোলার হলেন সাকিব আল হাসান।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G