সাত খুনের মামলার শুনানি ৮ জুন

প্রকাশঃ মে ১১, ২০১৫ সময়ঃ ১২:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৬ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি :

1427912391চাঞ্চল্যকর সাত খুনের মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি চার্জশিটের বিরুদ্ধে ‘না রাজি’ দেয়ায় আগামী ৮ জুন আবারো শুনানির নির্ধারণ করেছে আদালত।

সোমবার নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট কোর্টে সাত খুন মামলার চার্জশিটের ব্যাপারে শুনানি না হওয়ায় আদালত নতুন তারিখ ধার্য করে।

সাত খুনের ঘটনায় নজরুল ইসলামর স্ত্রী সেলিনা ইসলাম বিউটি একটি মামলা করেন। অপরদিকে অ্যাডভোকেট চন্দন সরকার ও গাড়িচালক ইব্রাহিমকে অপহরণ ও হত্যা মামলার বাদী ছিলেন চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল। এ মামলায় আসামি অজ্ঞাত করা হয়েছিল। তবে চার্জশিটের ব্যাপারে কোন ধরনের আপত্তি নেই চন্দন সরকার পরিবারের।

গত ৮ এপ্রিল মামলার তদন্তকারি সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ দুটি মামলাতেই আদালতে চার্জশিট দাখিল করেন।

বাদী সেলিনা ইসলাম বিউটি জানান, যারা আমার স্বামীকে হত্যার সঙ্গে সম্পৃক্ত ও যাদের আসামি করে মামলা করেছিলাম তাদের মধ্যে নূর হোসেন ছাড়া অন্য ৫ জনকে অব্যাহতি দেয়াতে আমি ক্ষুব্ধ। আমার মনে হয় অনেক কিছু গোপন রাখা হয়েছে। আমি চাই নূর হোসেনকে দেশে এনে রিমান্ডে নেয়া হোক। মামলায় ৬ জনকে আসামি করা হলেও একজনকে রেখে কেন ৫ জনকে অভিযুক্ত করা হয়নি সেটা প্রশ্নবিদ্ধ। তাই আমি চার্জশিটে না রাজি দিয়েছি।

 

প্রতিক্ষণ/এডি/নুর

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G