সাতকানিয়ায় ভোটকেন্দ্রে সংঘর্ষে নিহত ১

প্রকাশঃ ডিসেম্বর ৩০, ২০১৫ সময়ঃ ১২:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

electচট্টগ্রামের সাতকানিয়ায় পৌরসভার ভোটগ্রহণ চলাকালে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নুরুল আমিন নামে একজন যুবদল নেতা নিহত হয়েছেন।

বুধবার বেলা ১১টায় সাতকানিয়া সরকারি কলেজ কেন্দ্রের বাইরে হোস্টেল মাঠে এ ঘটনা ঘটে।

কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হক ও মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নুরুল আমিন গুলিবিদ্ধ হন।

নুরুল আমিনের চাচাতো ভাই মো. আবুল কালাম জানান, দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় নুরুল আমিন গুলিবিদ্ধ হয়। তাকে গুরুতর আহত অবস্থায় কেরানিহাটের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। তখন চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) জুলুস খান পাঠান জানান, গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন নুরুল আমিন। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G