সাতক্ষীরায় বাংলাদেশীকে বিএসএফের গুলি

প্রকাশঃ জুন ২৬, ২০১৬ সময়ঃ ১১:০৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৯ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

photo-1466915531

সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশী এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আলমগীর কবির নামের এই যুবক অভিযোগ করেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা তাকে গুলি করেছে।

রোববার ভোরে জেলার ভোমরা সীমান্তের পাশে এ ঘটনা ঘটে। আহত আলমগীরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে বিএসএফের বরাত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, সাতক্ষীরা সীমান্তে গুলির কোনো ঘটনা ঘটেনি।

গুলিবিদ্ধ যুবক আলমগীর কবির জানান, তিনি গরু আনতে ভারতে গিয়েছিলেন। ফেরার পথে ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তাঁর ঘাড়ে গুলি লাগে। আহত অবস্থায় সঙ্গীরা তাঁকে বাড়িতে রেখে যান।

আলমগীর কবিরের বাড়ি শহরের গড়েরকান্দা এলাকায়। তিনি থাকেন সদর উপজেলার আলিপুরে শ্বশুর আনিসুর রহমানের বাড়িতে।

গুলিবিদ্ধ যুবকের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, তাঁর স্বামী ছয়জন সহযোগীর সঙ্গে শনিবার বিকেলে ভারতে যান গরু আনতে। বৈকারী সীমান্তপথে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের কৈজুরি ক্যাম্পের সদস্যরা তাঁকে গুলি করেন। এতে তিনি আহত হন।

এ ব্যাপারে বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার সিরাজুল গনি বলেন, ‘আমি ঘোজাডাঙ্গায় বিএসএফের সঙ্গে কথা বলেছি। তাঁরা গুলি করার কথা অস্বীকার করেছেন। তা ছাড়া রাতে কোনো গুলির শব্দও পাইনি।’

এ ছাড়া বিজিবির বৈকারী বিওপি কমান্ডার সুবেদার হুমায়ুন কবির বলেন, ‘আমার বিপরীতে ভারতের কৈজুরি বিএসএফ ক্যাম্প। সেখানে কোনো গুলির ঘটনা ঘটেনি।’

বিজিবি জানায়, তারা বিষয়টি সম্পর্কে আরো খোঁজখবর নিচ্ছে।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G