সাতক্ষীরায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০
মীর খায়রুল আলম, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আজগার আলী নামে একজন নিহত ও অন্তত ৩০জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার সখিপুরের ডেল্টা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাদের দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নলতা হাসপাতাল ও সাতক্ষীরা সদরে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ থেকে সাতক্ষীরাগামী একটি বাস দেবহাটার সখিপুরের ডেল্টামোড়ে পৌঁছে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হেলপার আজগারের মৃত্যু হয়। আহত হয় অন্তত ৩০জন। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-উর-রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আজগার আলী কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ও দুর্ঘটনায় পতিত বাসের হেলপার। আহতদের মধ্যে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের আব্দুস সবুরের পুত্র রিয়াজুল ইসলাম(২১), শাহাদাত হোসেনের স্ত্রী ফিরোজা বেগম(৬০), বেলেডাঙ্গা গ্রামের নজরুল ইসলাম হাজী(৫০), নওয়াপাড়া গ্রামের বাবুর আলীর পুত্র সিরাজুল ইসলাম(৪৫), আশাশুনি উপজেলার প্রতাব নগরের আমিনউদ্দীন গাজীর পুত্র ইউনুস আলী(৫৫), দেবহাটার সখিপুরের নওসের আলীর পুত্র ওমর আলী(৪৫) নাম জানা গেছে।
প্রতিক্ষন/এডি/শাআ