সাতক্ষীরায় ১০ম গ্রেডে বেতন স্কেলের দাবিতে মানববন্ধন
সৌমেন হাসান খান
১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন সাতক্ষীরা জেলা শাখার সদস্যরা।
রোববার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ের শহীদ স ম আলাউদ্দিন চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় ডিপ্লোমা কৃষিবিদরা ‘চল যাই, চল যাই ভাই মাঠে লাঙল বাইতে, আমরা সব মানুষের খাবার যোগায়, আমরা না পাই খাইতে’ বলে শ্লোগান দিতে থাকে।
মানববন্ধন কর্মসূচি চলাকালে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোল্লা আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক অমল কুমার ব্যানার্জী, কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সহ-সভাপতি শেখ আবুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল্লাহ, অর্থ সম্পাদক শওকত হায়দার, রঘুজিত গুহ উত্তম কুমার প্রমুখ।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তায়নের দাবি জানান। পরে নেতৃবৃন্দ একই দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।