সানায় সৌদি বিমান হামলায় নিহত ৪৬
ইয়েমেনের রাজধানী সানায় দেশটির শিয়া হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অস্ত্রভান্ডার লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
সোমবারের ওই হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন বলে আলজাজিরার খবরে বলা হয়েছে।
সানার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আত্তান পাহাড়ে এক সামরিক ঘাঁটিতে সোমবার বিমান হামলা চালায় সৌদি-জোট। এতে ৪৬ জন প্রাণ হারান, যাদের মধ্যে অনেক হুতি যোদ্ধাও রয়েছে।
ইরান সমর্থিত হুতি বাহিনীর আরো ৪৯ জন নতুন এই হামলায় আহত হয়েছে।
তিন সপ্তাহ ধরে চলমান সৌদি বিমান হামলার মধ্যে সর্বশেষ এই হামলাকেই সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছে বিবিসি।
প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদির পক্ষে চলতি বছরের ২৬ মার্চ ইয়েমেনে প্রথম বিমান হামলা চালায় সৌদি জোট। হাদি সৌদি আরবে আশ্রয় নিয়েছেন।
ইয়েমেনের স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এই তিন সপ্তাহের সংঘর্ষে প্রায় ৭০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিন হাজার।
প্রতিক্ষণ/এডি/নুর