সাপের সাথে সেলফি!

প্রকাশঃ জুলাই ২৬, ২০১৫ সময়ঃ ৬:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

raপ্রবাদ আছে শখের তোলা আশি টাকা। কিন্তু তাই বলে শখের দাম দেড় লাখ মার্কিন ডলার?! হ্যা, সাপের সঙ্গে সেলফি তোলার উৎকট শখের মাশুল দিতে গিয়ে কড়কড়ে দেড় কোটি ডলারই গুণতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্যাসলার নামক এক ব্যক্তিকে।

ঘটনা হচ্ছে ‘সেলফিবাজ’ ফ্যাসলার র‌্যাটল স্নেকের সাথে সেলফি  তুলতে গিয়ে কামড় খেয়েছেন। এ ঘটনার চিকিৎসাবাবদই তাকে এত মোটা অংকের ডলার (যা বাংলাদেশী টাকায় প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা) গুণতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান দিয়েগো শহরে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম জানায়, স্মার্টফোন হাতে কোথাও যাচ্ছিলেন ফ্যাসলার। হঠাৎই মনে হলো একটি সেলফি তুলবেন। ‘এক্সক্লুসিভ’ সেলফি তুলতে তিনি পাশের ঝোপঝাড় থেকে শান্তশিষ্ট ভেবে ওই র‌্যাটল স্নেককে টেনে বের করে আনেন। এরপর তাকে হাতে জড়িয়ে একটি ‘পারফেক্ট’ সেলফি তুলতে বিভিন্ন ধরনের পোজ দিতে থাকেন। আর এতেই মহাবিরক্ত হয়ে সাপটি ফ্যাসলারের হাতে কামড়ে দেয়।

এই সেলফিবাজ ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, আমার পুরো শরীর কাঁপছিল। সাপের দংশন আমার পুরো শরীরকে কার্যত অচল করে দেয়। আমার জিহ্বা যেন মুখ থেকে বের হয়ে আসছিল আর চোখ যেন আর আমার সঙ্গে থাকছিল না। কঠিন যন্ত্রণার ছিল সেই র‍্যাটল স্নেকের দংশন।

জানা যায়, ফ্যাসলারের নিজেরও নাকি একটি পোষা র‌্যাটল স্নেক ছিল। দংশিত হওয়ার পর তিনি সেটিকেও জঙ্গলে মুক্ত করে দিয়েছেন।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G