সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফর ইসলাম চৌধুরীর শেষ নিঃশ্বাস ত্যাগ

প্রকাশঃ নভেম্বর ৮, ২০২২ সময়ঃ ৪:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০০ অপরাহ্ণ

বাঁশখালী প্রতিনিধি

দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি ও চট্টগ্রাম বাঁশখালী ১৬ আসন থেকে চার বারের সাবেক সংসদ সদস্য ও সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফর ইসলাম চৌধুরী নগরীর এভারকেয়ার হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় আজ ৮ নভেম্বর ২০২২ মঙ্গলবার দুপুর ২ টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উনার মৃত্যুতে সর্ব মহলের শোক প্রকাশ করেছে।

মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর  প্রথম জানাজা আগামীকাল বুধবার সকাল ১০ টায় জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে, দ্বিতীয় জানাজা দূপুর ২ টায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এবং তৃতীয় জানাজা বিকেল ৩টায় বাঁশখালী গুনাগরি’র  বাঁশখালী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে  উনাকে বাঁশখালী’র নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পরিবারের পক্ষ থেকে জানাই, তিনি দীর্ঘদিন যাবত বিএনপি রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন, তিনি বাঁশখালীর গণমানুষের নেতা ছিলেন, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ আমাদের পরিবারসহ হাজার হাজার নেতাকর্মীরা অভিভাবক হারা হয়ে গেলেন। আমি উনার পরিবারের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা প্রার্থী ওনাকে সবাই ক্ষমা করে দিবেন।

বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী বিএনপি’র সভাপতি ও সাবেক বৈলছড়ি ইউপি চেয়ারম্যান  ইব্রাহিম খলিল, গন্ডামারা ইউপি চেয়ারম্যান লেয়াকত আলী, পৌরসভা বিএনপির সভাপতি রাসেল ইকবাল সহ বিএনপি, আওয়ামী লীগ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের অনেক নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তার দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G