সাভার থেকে জেএমবির তিন জঙ্গি গ্রেফতার

প্রকাশঃ এপ্রিল ২৮, ২০১৭ সময়ঃ ১০:৩৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৮ অপরাহ্ণ

জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে ঢাকার অদূরে সাভার থেকে গ্রেপ্তারের করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। নিহত তিনজন জেএমবি নেতা তামিম চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন বলে দাবী করেন তারা।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়ার বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মেজর আবদুল হাকিম।

র‍্যাব কর্মকর্তা আরো বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, তিনজনেই জঙ্গি। তাদের র‌্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকালে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

র‌্যাব-৪ দাবি করেন, মেজর আবদুল হাকিমের নেতৃত্বে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসানো হয়। এ সময় মানিকগঞ্জ থেকে ঢাকাগামী ভিলেজ লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। তিনজনের কাছ থেকে বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বই, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G