সাভারের ‘জঙ্গি আস্তানায়’ বোমা নিষ্ক্রিয়কারী দল

প্রকাশঃ মে ২৭, ২০১৭ সময়ঃ ১১:৪৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৭ অপরাহ্ণ

ঢাকার সাভারের নামাগেন্ডা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ির ভেতরে ঢুকেছে বোমা নিষ্ক্রিয়কারী দল।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ডেপুটি কমিশনার মহিবুল ইসলাম খানের নেতৃত্বে ভেতরে ঢোকেন তারা। বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সঙ্গে আরও রয়েছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম।

নিমার্ণাধীন ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় এই বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট কাজ করছে।

এর আগে, জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার রাত ১০টা থেকে সাভারে নামাগেন্ডা এলাকায় একটি ছয়তলা বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। বাড়িটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ রয়েছে বলে জানিয়েছেন তারা।

শুক্রবার রাতে ঐ বাড়িটি ঘেরাও করার আগে সন্ধ্যা সাড়ে ৭টায় একই এলাকায় অপর একটি ৫ তলা বাড়ি ঘেরাও করে পুলিশ। তবে ঐ বাড়িতে সন্দেহভাজন জঙ্গি কিংবা কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।

এরপর রাতে দ্বিতীয় বাড়িটিতে তল্লাশি শেষে সেখানে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদের তথ্য জানায় কাউন্টার টেরোরিজম ইউনিট। রাত গভীর হওয়ায় অভিযান জোরালো করা হয়নি।

শনিবার সকালে বাড়িটির আশপাশে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য দেখা যায়। গণমাধ্যমকর্মীদের ঘটনাস্থল থেকে প্রায় শত গজ দূরে আটকে দেয় তারা।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G