সার্ক নিয়ে এবারে শীলঙ্কারও না

প্রকাশঃ অক্টোবর ১, ২০১৬ সময়ঃ ১২:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৪ অপরাহ্ণ

slf-1পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে এবার যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা। আজ শুক্রবার দেশটি জানিয়েছে, বিদ্যমান পরিবেশে এই অঞ্চল সম্মেলন আয়োজনের জন্য অনুকূল নয়।

কলম্বোয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, সার্ক সনদ অনুযায়ী যে কোনো পর্যায়ের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নিতে হয় এবং সার্কভুক্ত সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের বৈঠকে মিলিত হওয়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

বিবৃতিতে বলা হয়, ‘দক্ষিণ এশিয়ার মানুষের কল্যাণের লক্ষ্যে অর্থপূর্ণ আঞ্চলিক সহযোগিতা সাফল্য বয়ে আনতে শান্তি ও নিরাপত্তা আবশ্যক।’

শ্রীলংকা সব ধরনের সন্ত্রাসবাদ ও হামলার নিন্দা জানিয়েছে এবং এই অঞ্চলে সন্ত্রাসবাদের বিষয়টি সমাধানের প্রয়োজনীয়তার কথা জানায়।

এর আগে বাংলাদেশ, ভারত, ভুটান, আফগানিস্তান এই সম্মেলন থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার কথা জানায় সার্কের সভাপতি নেপালকে। এর তিনদিন পর শ্রীলংকা এমন সিদ্ধান্ত নিল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G