সালাহ উদ্দিনকে না পাওয়া অশুভ লক্ষণ
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে না পাওয়ার ঘটনাকে গণতন্ত্রের জন্য অশুভ লক্ষণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠীর আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
সুরঞ্জিত বলেন, ‘সালাহ উদ্দিনকে খুঁজে না পাওয়া গণতন্ত্রের জন্য অশুভ লক্ষণ। আর এতে রাজনীতি অন্তর্ঘাতের দিকে এগিয়ে যাবে।’ এ সময় তিনি সব মহলকে আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে সালাহ উদ্দিনকে খুঁজে বের করার আহবান জানান।
তিনি বলেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংঘাতের রাজনীতিকে উস্কে দিয়েছেন। খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের সময় তার পাশে সিনিয়র নেতা না থাকায় আন্দোলনের গতি প্রকৃতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সুরঞ্জিত বলেন, ‘এতে জনগণ হতাশ হয়েছে।’
সুরঞ্জিত আরও বলেন, ‘বাংলাদেশ বাংলাদেশই। বাঙালি বাঙালিই। একে মধ্যপ্রাচ্য বানানো যাবে না। গণতন্ত্রই আমাদের বিশ্বাস ও সাংস্কৃতি। আমরা গণতন্ত্রের পথেই থাকব। আশা করি সন্ত্রাসের পথ ছেড়ে গণতন্ত্রের পথে ফিরে আসেবে বিএনপি।
প্রতিক্ষণ/এডি/রাতুল