‘সালাহ উদ্দিনের দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে’

প্রকাশঃ মার্চ ২০, ২০১৫ সময়ঃ ২:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

mahbub 22আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব সালাহ উদ্দিনকে সুস্থ শরীরে খুঁজে বের করা।আর একাজে তারা ব্যর্থ হলে এর দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

শুক্রবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘আজকের প্রেক্ষাপট গুম, খুন, অপহরণ, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড, সালাহ উদ্দিনকে অপহরণসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি’ শীর্ষক এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) এর আয়োজন করে।

খন্দকার মাহবুব বলেন, শেখ হাসিনার সময়ই বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। তাকেও খুঁজে বের করতে পারেনি। এখন সালাহ উদ্দিনকে গুম করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাকেও খুঁজে বের করতে পারছে না। সালাহ উদ্দিনকে খুঁজে বের না করলে এর দায়ে একদিন প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, হরতাল-অবরোধের মতো গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে নিতেই সরকারের ইশারায় সাধারণ মানুষের ওপর পেট্রোল বোমা মারা হচ্ছে।

হরতাল অবরোধ হচ্ছে যে কোন রাজনৈতিক দলের প্রতিবাদের ভাষা। কিন্তু আজকে এ স্বৈরাচারী সরকার সে প্রতিবাদের ভাষাকে ভিন্নখাতে নেবার জন্য সবরকম অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ক্ষমতার মায়া ত্যাগ করে দেশবাসীকে বাঁচান। আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাইলে তারাই একদিন আর কোনো নির্দেশ পালন করবে না।

প্রতিক্ষণ/এডি/নিয়াজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G