সিআইপি কার্ড পাচ্ছেন ৫৬ শিল্পোপতি
নিজস্ব প্রতিবেদক
দেশের শিল্পখাতে বিশেষ অবদান রাখায় সাত ক্যাটাগরিতে ৫৬ জন শিল্পপতিকে ২০১৪ সালের ‘বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (সিআইপি-শিল্প) হিসেবে নির্বাচিত করেছে সরকার।
আগামী ৭ মে সকাল ১১টায় রাজধানীর পূর্বাণী হোটেলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু নির্বাচিত সিআইপিদের হাতে কার্ড তুলে দেবেন।
শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিসহ অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য ‘সিআইপি (শিল্প) নীতিমালা-২০১২’ অনুযায়ী সাতটি ক্যাটাগরিতে এসব ব্যক্তিকে নির্বাচন করা হয়েছে।
এবছর শিল্প সংশ্লিষ্ঠ বিভিন্ন সংগঠনের নেতৃত্বস্থানে থাকা পদাধিকার বলে ১২ জন। বৃহৎ শিল্পখাতে সিআইপি ২১ জন, মাঝারি শিল্পখাতে নির্বাচিত ৯ জন,
ক্ষুদ্র শিল্পে ৬ জন, মাইক্রো শিল্পখাতের ২ জন, কুটির শিল্পে একজন ও সেবা শিল্প খাতে ৫ জনকে মনোনীত করা হয়েছে।
বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি নীতিমালা অনুযায়ী, সিআইপিরা শিল্প মন্ত্রণালয় থেকে এক বছরের জন্য একটি পরিচয়পত্র পাবেন। এ পরিচয়পত্র দিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। তারা বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এবং সিটি করপোরেশনের নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন।
সিআইপিরা ব্যবসা সংক্রান্ত ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন। ভিসা প্রাপ্তির সুবিধার্থে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দূতাবাসকে ‘লেটার অব ইন্ট্রোডাকশন’ দেবে। তারা স্ত্রী, পুত্র, কন্যা ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের কেবিন সুবিধায় অগ্রাধিকার পাবেন ও বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা পাবেন।
প্রতিক্ষণ/এডি/নুর