সিটমহলে পিয়া-মৌসুমী

প্রথম প্রকাশঃ নভেম্বর ৬, ২০১৫ সময়ঃ ৪:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪১ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

mousumi1এইচ আর হাবিব পরিচালিত ‘শেষ প্রহর’ সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন মৌসুমী হামিদ ও ‌র‌্যাম্প মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া।

সীমান্তবর্তী জেলাশহর পঞ্চগড়ে মাড়েয়া ছিটমহলে শুটিং শুরু হয়েছে শুক্রবার। সিনেমাটিতে মৌসুমীর ননদের চরিত্রে অভিনয় করছেন পিয়া। এছাড়াও অভিনয় করছেন শিমুল খান।

শুটিং সেট থেকে মুঠোফোনে মৌসুমী হামিদ জানান, ‘আজ ভোরে পুরো ইউনিট পঞ্চগড়ে পৌঁছেছে। খানিকটা বিশ্রাম নিয়ে আজই শুটিং শুরু করছি। সিনেমার গল্পটা ডিফ্রেন্ট। Peya-1এমন গল্পে আগে কখনো সিনেমা হয়নি। জীবনমুখী একটা গল্প।’
জানা গেছে,  ছিটমহলে নাগরিকদের জীবন প্রবাহের টানাপড়েনের গল্পে নির্মিত হবে চলচ্চিত্রটি।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G