সিটি ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
এক হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির বিষয় অনুসন্ধানের অংশ হিসেবে সিটি ব্যাংকের পাঁচ সাবেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০টা থেকে এ জিজ্ঞাসাবাদ শুরু হয়।
দুদকের সিনিয়র উপ-পরিচালক মো. জুলফিকার আলীর নেতৃত্বে একটি অনুসন্ধান দল তাদের জিজ্ঞাসাবাদ করে। অভিযুক্ত কর্মকর্তারা হলেন- সিটি ব্যাংকের প্রধান শাখার সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মাসুদ আল ফারুক, সাবেক এসএভিপি মো. মিজানুর রহমান, সাবেক ইভিপি ও ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস, সাবেক ভিপি মো. শওকত আলী ও সৈয়দ ফাখরী ফয়সাল।
গত ৯ ফেব্রুয়ারি তাদের তলব নোটিশ পাঠায় দুদক।
দুদক সূত্র জানায়, ওয়াহিদুর রহমান নামের এক ব্যবসায়ী চারটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময় প্রায় এক হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন। বেশিরভাগ ঋণ নিয়েছেন ভুয়া ও বেনামি প্রতিষ্ঠানের নামে। বর্তমানে ওই ব্যক্তি বিদেশে পলাতক আছেন।
প্রতিক্ষণ/এডি/রাতুল