সিন্দুক ভেঙ্গে স্বর্ণ-টাকা উদ্ধার

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৬ সময়ঃ ৯:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৬ পূর্বাহ্ণ

Goldচট্টগ্রাম নগরীর রিয়াজ উদ্দিন বাজার এলাকার বাহার মার্কেট নামের একটি ভবন থেকে ২৫০টি স্বর্ণের বার ও ৬০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে এগুলো উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপকমিশনার বাবুল আকতারের নেতৃত্বে চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের একটি দল গতকাল নগরীর বাহার মার্কেটে অভিযান চালায়।

এ সময় ঐ ছয়তলা ভবনটির পাঁচ তলার দুটি কক্ষ থেকে তিনটি সিন্দুক উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলেই এই সিন্দুকগুলো খুলে তল্লাশি করার চেষ্টা করা হলেও পুলিশ কর্মকর্তারা তা খুলতে সক্ষম না হওয়ায় তিনটি সিন্দুকই জব্দ করে নগরীর কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। মধ্যরাতে তিনটি সিন্দুক খোলার পর একটি সিন্দুকে নগদ ৬০ লাখ টাকা এবং অপর একটি সিন্দুক থেকে ২৫০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তৃতীয় সিন্দুকটিতে কিছু পাওয়া যায়নি।

উপ-কমিশনার বাবুল আকতার জানান, গোপন তথ্যের ভিত্তিতে রিয়াজউদ্দিন বাজারের বাহার মার্কেটে অভিযান চালিয়ে তিনটি সিন্দুক উদ্ধার করা হয়। একটি সিন্দুকে নগদ ৬০ লাখ টাকা এবং অপর একটি সিন্দুক থেকে ২৫০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মুল্য প্রায় সাত কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G