সিরিয়ায় আইএসের হামলায় নিহত ১৪৩
আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ার রাজধানী দামেস্ক ও হোমস শহরে ভয়াবহ সিরিজ বোমা হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৪৩ জন। এই হামলার দায় স্বীকার করেছে আইএস।
রবিবার হতাহতের এ ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানিয়েছে, রাজধানী দামেস্কের শহরতলী সাঈদা জয়নব এলাকায় পরপর চারটি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে ৮৩ জনের বেশি মানুষ। এর আগে হোমস শহরে জোড়া গাড়িবোমা হামলায় মারা গেছে আরো ৫৭ জন।
হোমসে হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। মূলত সংখ্যালঘু শিয়া মুসলিমদেরকে লক্ষ্য করেই রবিবারের এই হামলাগুলো চালানো হয়েছিল। সিরিয়ার শিয়া মুসলিমদের অত্যন্ত পবিত্র মসজিদ সাঈদ জয়নবে অন্তত চারটি বিস্ফোরণ ঘটেছে। সাঈদ জয়নবে আইএসের আত্মঘাতী বোমা হামলায় গতমাসেও ৭১ জন নিহত হয়েছিল।
এদিকে, রবিবারের এই হামলার আগে সিরিয়ার আলেপ্পোতে সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে আইএসের প্রায় ৬০ জন জিহাদি নিহত হয়েছে।
প্রতিক্ষণ/এডি/এফটি