সিরিয়ায় বিমান হামলায় নিহত ৬৭
রুশ বাহিনীর বিমান হামলায় সিরিয়ার উত্তরাঞ্চলে ৬৭জন সিরীয় বেসামরিক নিহত হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া ঐ বিমান হামলায় আরো অনেকেই আহত হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, শনি ও রবিবারের ওই হামলায় আলেপ্পো প্রদেশে ৪৫ জন এবং ইদলিব প্রদেশে ২২ জন নিহত হয়েছে।
মানবাধিকার সংস্থা এবং বিরোধী যোদ্ধাদের তরফ থেকে জানানো হয়েছে, রোববার জাহরায় একটি গাড়িবোমা হামলা চালানো হয়েছে। তবে ওই হামলায় হতাহতের সংখ্যা জানানো হয়নি।
মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, শনিবার আলেপ্পোর পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের গোলাবর্ষণে নয় বেসামরিক নিহত হয়েছে।
মানবাধিকার সংস্থাটি আরো বলছে, তুরস্কের কাছাকাছি আতমি সীমান্তের কাছে ইদলিব শহরে রোববার রাতে একটি আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৫ বিদ্রোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৫ জন।
প্রতিক্ষণ/এডি/আরএম