সিলেট স্ট্রাইকার্স পেসার হান্ট-৩০ বোলার চূড়ান্ত

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ২৭, ২০২২ সময়ঃ ৮:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৬ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

মঙ্গলবার সিলেট আউটার স্টেডিয়াম লাক্কাতুরা সিলেটে অনুষ্ঠিত সিলেট স্ট্রাইকার্স পেসার হান্ট ২০২৩-এর প্রথম দিনে ৩০০ জনের বেশি অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ জন বোলারকে চূড়ান্ত রাউন্ডের জন্য বাছাই করা হয়েছে। নির্বাচক প্যানেল দ্বারা সর্বনিম্ন বোলিং গতি ৭৫ কিলোমিটার নির্বাচিত করে বলে আজ এক বিবৃতিতে জানিয়েছে সিলেট স্ট্রাইকার্স।

ইভেন্টের ২য় দিনের সকালের অধিবেশন বুধবার ও একই দিনে দুপুর ১টা থেকে অনুষ্ঠিত হতে যাওয়া ইভেন্টের মূল রাউন্ডের জন্য তালিকা চূড়ান্ত করার আগে আরও ২৫০ জন বোলারকে দেখবে নির্বাচকরা।

চূড়ান্ত দিনে অন স্পট রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন বুথগুলি ভেন্যুতে খোলা থাকবে।

হান্টের বিজয়ীরা ৬ জানুয়ারী ২০২৩ থেকে শুরু হতে যাওয়া ৯ম বিপিএল টি-টোয়েন্টি সময় সিলেট স্ট্রাইকার্স নেটে বোলিং করার এবং কোচিং প্যানেল এবং দেশ-বিদেশের ক্রিকেটারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাবে।

বিজয়ীরা বাংলাদেশের প্রাক্তন ফাস্ট বোলার হাসিবুল হোসেন শান্ত এবং তাপস বৈশ্যের সাথে একটি ভার্চুয়াল সেশনে অংশ নেবেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G