সিলেটে জাপার দু গ্রুপে সংঘর্ষ

প্রকাশঃ জুলাই ৯, ২০১৫ সময়ঃ ১০:০৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Sylhet2জাতীয় পার্টির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সিলেট সার্কিট হাউজে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এসময় ব্যাপক গোলাগুলি সহ ব্যাপক ভাঙচুর চালায় উভয়পক্ষ। পরে  ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে  দলটির ১৮ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা  ঘটেছে বলে জানা যায়।

জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী ও যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ইয়াহইয়া চৌধুরী এহিয়া গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বুধবার নগরীর ধোপাদিঘীর পাড়ে  জেলা জাতীয় পার্টির ইফতার পার্টি ছিল। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। সেখানে স্লোগান দেয়াকে কেন্দ্র করে আবদুল্লাহ সিদ্দিকী ও ইয়াহইয়া গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে জিয়াউদ্দিন বাবলুর হস্তক্ষেপে পরিস্তিতি শান্ত হয়।

এদিকে ইফতারের পর জিয়াউদ্দিন বাবলু নগরীর সুরমাপাড়স্থ সার্কিট হাউজে উঠেছেন এমন ধারণা করে আবদুল্লাহ গ্রুপের নেতাকর্মীরা সেখানে ভিড় করেন। রাত ৮টার দিকে ইয়াহইয়া তার অনুসারীদের নিয়ে সেখানে যাওয়ার পর উভয়পক্ষের মধ্যে ফের উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়। সংঘর্ষ চলাকালে সার্কিট হাউজেও ব্যাপক ভাঙচুর চালায় নেতাকর্মীরা।

সংঘর্ষের খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২২ রাউন্ড ফাঁকাগুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় সেখান থেকে জাপার ১৮ জন নেতাকর্মীকে আটক করা হয়।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G