সিলেটে শহরে ১১০টি সিসি ক্যামেরার ৭২টি সচল, ৩৮টি নষ্ট
সিলেট প্রতিনিধি
ডিজিটাল বাংলাদেশের আওতায় সিলেট নগরীতে সিটি করপোরেশন ১১০টি সিসি ক্যামেরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগিয়েছে। কিন্তু ২ বছর যেতে না যেতেই ১১০টি ক্যামেরার মধ্যে ৭২টি সচল আর ৩৮টি নষ্ট আছে জানিয়ে দিল সিলেট সিটি করপোরেশন।
সিলেট সিটি করপোরেশনের বক্তব্য, পুলিশের সাথে সম্বনয়-হীনতার কারণেই সব ক্যামেরা সচল রাখা সম্ভব হচ্ছে না।
অপর দিকে সাধারণ মানুষ বলছে, এতো টাকা ব্যয় করে সিসি ক্যামেরা লাগানো তো মানুষের উপকারের জন্য। এ গুলো যদি কাজেই না আসে তাহলে ট্যাক্সের টাকা নষ্ট করার তো মানেই হয় না।
এ প্রসঙ্গে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর দৃষ্টি আকষর্ণ করা হলে তিনি বলেন, ‘দেখুন প্রতি মাসে ৩ বার সিসি ক্যামেরা নষ্ট হচ্ছে। এভাবে তো কাজ করা সম্ভব না। আমি একটি তদন্ত টিম গঠনের কথা পুলিশকে বলেছি। সব কিছুই তো ধরা পড়ছে, পুলিশ তো সবই পারছে, তাহলে এই চক্রটাকে কেন ধরছে না?