সিলেটে হত্যার দায়ে ২ জনের ফাঁসি
আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
সিলেটের দক্ষিণ সুরমায় সুরুজ আলী হত্যা মামলায় দুজনের ফাঁসি আদেশ দিয়েছে আদালত।
এছাড়া একজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইফতেখার বিন আজিজ এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের খতিরা গ্রামের এরশাদ আলীর ছেলে ফজর আলী ও একই গ্রামের আবুল আলীর ছেলে বশির আলী।
যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে খতিরা গ্রামের এরশাদ আলীর ছেলে ফয়জুল আলীর। এ ছাড়া এ মামলার রায়ে ১০ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো এক বছরের কারাভোগ করতে হবে তাদের।
সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মাসুক আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০০৯ সালের ২ মার্চ বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের খতিরা গ্রামের মৃত রহমান উল্লাহর ছেলে বাবুল আলী ও এরশাদ আলীর ছেলে ফজর আলীর লোকজনের সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই মারা যান বাবুল আলীর ভাই সুরুজ আলী।
এ ঘটনায় নিহতের ভাই বাবুল আলী বাদী হয়ে ৩ মার্চ ১৪ জনকে আসামি করে দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রতিক্ষণ/এডি/জামিল