সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ১২:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

train20150302122730হবিগঞ্জের রশিদপুরে লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার সকাল সোয়া ১১টার দিকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ পুনরায় শুরু হয়েছে।
রোববার সকাল সোয়া ৭টার দিকে রশিদপুরে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার উদ্দিন চৌধুরী জানান, ট্রেনটি সিলেট থেকে আখাউড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে রশিদপুরে ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

তিনি জানান, সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক করতে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত বগিটি সরিয়ে নেয়। পরে সকাল সোয়া ১১টার দিকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G