সুইসাইড নোটের সন্ধান রাবি শিক্ষিকার

প্রকাশঃ সেপ্টেম্বর ১০, ২০১৬ সময়ঃ ১০:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৭ পূর্বাহ্ণ

ru-teacharরাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানের (৪৫) একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।

 শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের ৩০৩ নম্বর কক্ষ থেকে ঐ শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়। জুবেরি ভবন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আবাসস্থল।

পুলিশ জানায়, কক্ষটি বন্ধ ছিল। ভেতরে ঢুকে আকতার জাহানের লাশ উদ্ধার করা হয়। তিনি ঐ ভবনে একাই থাকতেন। ঘরের বিছানার মশারির ভেতরে আকতারের লাশ পড়ে ছিল। তার মুখ দিয়ে লালা ঝরার দাগ ছিল। পরে তার লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আকতার জাহান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি তানভীর আহমেদের প্রাক্তন স্ত্রী। বছর তিনেক আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। তারপর থেকে আকতার জুবেরি ভবনে একাই থাকতেন। তাদের আয়মান সোয়াদ আহমেদ নামে একটি ছেলে আছে। সে ঢাকায় পড়াশোনা করে।

সুইসাইড নোটে আকতার জাহান উল্লেখ করেন, ‘আমার মৃত্যু জন্য কেউ দায়ী নয়। শারীরিক, মানসিক চাপের কারণে আত্মহত্যা করলাম।’

‘সোয়াদকে যেন ওর বাবা কোনোভাবেই নিজের হেফাজতে নিতে না পারে। যে বাবা সন্তানের গলায় ছুরি ধরতে পারে- সে যেকোনো সময় সন্তানকে মেরেও ফেলতে পারে বা মরতে বাধ্য করতে পারে।’

‘আমার মৃতদেহ ঢাকায় না নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়ার অনুরোধ করছি।’

প্রতিক্ষণ/এডি/শাআ

=======

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G