সুপার টিউসডে: হিলারি ৬, ট্রাম্প ৫

প্রকাশঃ মার্চ ২, ২০১৬ সময়ঃ ১০:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

hillaryযুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী মনোনয়নে মোট ১১টি অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা করা হয়েছে। ১১টি অঙ্গরাজ্যের মধ্যে ডেমোক্রেট দলের মনোনয়ন প্রার্থী হিলারি ক্লিনটন ৬টি এবং রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৫টি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন।

ডেমোক্রেটিক দলে হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্স- এই দুইজন প্রার্থী লড়ছেন। আর রিপাবলিকান দলে লড়ছেন মোট ৫ জন প্রার্থী। তারা হলেন, ডোনাল্ড ট্রাম্প, টেড ক্রুজ, মার্কো রুবিও, জন কেসিক এবং বেন কারসন।

ভোট গ্রহণের আগের একটি জরিপে দেখা গেছে, ভারমন্ট রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই করেছেন ওহাইওর গভর্নর জন কেসিক ও ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন-পূর্ব সমাবেশে এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প নিজেকে রিপাবলিকানদের প্রথম সারির প্রার্থী হিসেবে প্রমাণ করতে সমর্থ হয়েছেন। যদিও অভিবাসন নীতিমালা সম্পর্কে তার উসকানিমূলক বক্তব্য নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এ ছাড়া তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ টেড ক্রুজ, রুবিও, কেসিক এবং বেন কারসনকে নিয়েও সমালোচনা করতে পিছপা হননি তিনি।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G