সুবিধা বঞ্চিতদের মাঝে সাইকেল বিতরণ

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৬ সময়ঃ ১০:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

সুindexবিধাবঞ্চিত পরিবারের স্কুলগামী ছেলেমেয়েদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।  লাইফ সাইকেল বাংলাদেশ- এর আয়োজনে এবং কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় (১১ ফেব্রুয়ারি) বিকালে এ উপলক্ষে স্কুলের ধানমন্ডি ক্যাম্পাস অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষাবিদ এজে গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপ্যাল এ.এম.এম খাইরুল বাশার, ভাইস-প্রিন্সিপ্যাল আনোয়ার হোসেন, ডিরেক্টর মামুনুর রশিদ এবং লাইফ সাইকেল বাংলাদেশ-এর হেড অব  কান্ট্রি অপারেশন এ.বি সিদ্দিকি তাজ।

প্রধান অতিথি লাইফ সাইকেল বাংলাদেশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরণের উদ্যোগ পরিবার সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তিনি বলেন, আজকে যারা সাইকেল পেল, তারা পড়াশুনার মাধ্যমে ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হবে, এটিই আমাদের প্রত্যাশা। তিনি তাৎক্ষণিকভাবে তার ব্যক্তিগত উদ্যোগে আরো পাঁচটি সাইকেল ‘লাইফ সাইকেল বাংরাদেশ’ এর মাধ্যমে বিতরণের ঘোষণা দেন।

প্রতিক্ষণ/এডি/ফর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G