সুশীল কৈরালার জীবনাবসান
আন্তর্জাতিক ডেস্ক
নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস দলের সভাপতি সুশীল কৈরালা মারা গেছেন।
মঙ্গলবার সকালে নিজ বাসভবনে তিনি মারা যান। পারিবারিক সূত্রের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট-এর এক খবরে এ তথ্য জানানো হয়।
মৃত্যুকালে সুশীল কৈরালার বয়স হয়েছিল ৭৭ বছর। নিউমোনিয়াসহ নানা রোগে ভুগছিলেন তিনি।
নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন সুশীল কৈরালা। ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি তিনি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। নেপালি কংগ্রেসের আদর্শে দীক্ষিত হয়ে ১৯৫৪ সালে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ১৯৬০ সাল থেকে ১৬ বছর ভারতে নির্বাসিত ছিলেন কৈরালা।
নির্বাসিত থাকার সময় কৈরালা পার্টির প্রকাশনা ‘তরুণ’-এর সম্পাদক ছিলেন। ১৯৭৯ সালে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য হন তিনি। ১৯৯৬ সালে পার্টির সাধারণ সম্পাদক ও ১৯৯৮ সালে সহসভাপতি হন। ২০০৮ সালে কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি হন কৈরালা।
২০১০ সালের ২২ সেপ্টেম্বর নেপালি কংগ্রেসের ১২তম বার্ষিক সম্মেলনে দলটির প্রেসিডেন্ট নির্বাচিত করা হয় তাকে। কৈরালার নেতৃত্বে ২০১৩ সালে নেপালের আইনসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয় নেপালি কংগ্রেস। পরে কংগ্রেসের সংসদীয় দলের প্রধান নির্বাচিত হন তিনি।
প্রতিক্ষণ/এডি/এফটি