সুস্থ রাখবে চা পাতা

প্রকাশঃ সেপ্টেম্বর ৪, ২০১৫ সময়ঃ ৭:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০১ পূর্বাহ্ণ

ফারজানা ওয়াহিদ

tea2চা খাওয়ার অভ্যাস আমাদের মোটামুটি সবারই আছে। অনেকেই আবার মাথা ব্যাথা করলে চা পান করে থাকে। চা বানানোর পর স্বাভাবিক চা পাতাটা আমরা ফেলেই দেই। কিন্তু আমরা কি জানি ফেলে দেওয়া এই চা পাতারও অনেক গুণ আছে?

চা ছেঁকে নেয়ার পর চা পাতা গুলো ঠাণ্ডা করে, ভালো ভাবে ধুয়ে তারপর ব্যবহার করতে হবে।

খেয়াল রাখতে হবে ফেলে দেওয়া চা পাতার সাথে যেন দুধ চিনি না লেগে থাকে।

 

এবার জেনে নিবো চা পাতার কিছু উপকারিতাঃ

 

১। কিডনি রোগের জন্য উপকারী।

২। হার্ট অ্যাটাকের ঝুকি কমায়।

৩। পোঁকামাকড় কামড়ালে যদি ঐ স্থান চুলকায় বা ফুলে যায় তাহলে সবুজ চায়ের পাতা দিয়ে ঢেকে দিলে আরাম বোধ হয়।

 

 

tea1৪। রক্তে কোলেস্টোরলের মাত্রা কমায়।

৫। ডায়াবেটিসের জন্য উপকারী।

৬। চা পাতার লিকার দাঁতের ক্ষয় রোধ ও মাড়ি শক্ত করে।

 

৭। কাঁটা জায়গায় গ্রীনটির লিকার লাগালে রক্ত পড়া বন্ধ হয়।

৮। নিয়মিত চা পানে রক্ত চলাচল ভালো হয়।

৯। পেট পরিষ্কার রাখে ও মস্তিস্ককে রাখে সচল।

 

 

প্রতিক্ষণ/এডমি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G