সেনাবাহিনীর ক্ষমতা দখলের সুযোগ নেই

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ৫:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

kamrulসেনাবাহিনীকে উস্কানি দিয়ে অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করা যাবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হল রুমে স্বাধীনতা পরিষদ আয়োজিত চলমান রাজনীতি বিএনপি-জামায়াতের হিংসাত্মক কার্যকলাপের প্রতিবাদে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তারা (নাগরিক সমাজ) উস্কানি দিয়ে সেনাবাহিনী দিয়ে ক্ষমতা দখল করতে চায়। ‘সংবিধানে অবৈধভাবে ক্ষমতা দখল করার কোনও সুযোগ নেই। অতীতের মত দেশপ্রেমিক সেনাবাহিনীর কোন ঘটনা ঘটানোর সম্ভাবনাও নেই।

তিনি বলেন, বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানকে সেনাবাহিনী যেভাবে হত্যা করেছিল, সে বাহিনী এখন আর নেই। কোনো অবস্থাতেই সেনাবাহিনীকে বিভ্রান্ত করতে পারবেন না। তাদের ঐক্য বিনষ্ট করতে পারবেন না। সেনাবাহিনী গণতন্ত্র ও দেশ রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে।

নাগরিক কমিটির সমালোচনা করে কামরুল বলেন, ‘তাদের অবস্থা ‘ঢাল নেই- তলোয়ার নেই নিধিরাম সর্দার’ গায়ে মানে না আপনি মোড়ল।’

তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, ‘ পেট্রোল বোমা মেরে এ পর্যন্ত ৯০ জন সাধারণ মানুষকে হত্যা করেছেন। তাই সন্ত্রাস দমন আইনে এ হত্যার বিচার হবে। এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। যারা এর সঙ্গে সরাসরি জড়িত ও তাদের মদদ দাতাদের বিচার হবে।’

সংলাপ প্রশ্নে তিনি বলেন, ‘কাদের সঙ্গে সংলাপ। খুনি ও পশুদের সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না।’

প্রতিক্ষণ /এডি/জাহানারা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G