সেন্টমার্টিনে নাবিকবিহীন বিদেশি জাহাজ, কোটি টাকার সম্পদ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আক্রমণে সমুদ্রেও গতকাল রাত তোলপাড় ঘটে গেছে। বাংলাদেশের সমুদ্র সীমার এলাকা বাইরেও সিত্রাংয়ের প্রভাব ছিল ভয়াবহ। সিত্রাংয়ের আক্রমণে পড়ে সেন্টমার্টিন দ্বীপের পাড়ে এসে ভেসে এসে এলো আটকা পড়েছে জাহাজটি। সোমবার দুপুরের পর এ ঘটনা ঘটে।
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে নাবিকবিহীন পুরোনো বিশাল বিদেশি জাহাজটি ভেসে এলো আসার খবর আসে। জাহাজের ভেতরে রয়েছে কন্টেইনারসহ বেশ কিছু সরঞ্জামাদি।
জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। যার মূল্য কোটি টাকা হতে পারে বলে একাধিক সূত্র জানায়।
সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, জাহাজটি প্রথমে পর্যটকবাহী মনে করেছিলাম। পরে কাছে গিয়ে দেখি এটি একটি কন্টেইনারবোঝাই জাহাজ। সেখানে কারো দেখা মেলেনি। যদি প্রশাসনের কেউ না আসে তবে গুরুত্বপূর্ণ মালামাল লুট হতে পারে।
সূত্র : সেন্টমার্টিন প্রতিনিধি